ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮১

বরণ করো বিজয়মাল্য 

মেজর খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৫ ৮ মার্চ ২০২১  

স্বাধীনতা পদক ঘোষিত হলো। কবিতায় মহাদেব সাহা, সংগীতে গাজী মাজহারুল আনোয়ার, নাটকে আতোয়ার রহমান, মুক্তিযুদ্ধে ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ মরণোত্তর পুরস্কার পাচ্ছেন। 


১. মহাদেব সাহা 
বাংলাদেশের কাব্য সাহিত্যের ইতিহাস লিখতে গেলে মহাদেব সাহার নাম অপরিহার্য। তাঁর কবিতা নিয়ে পিএইচডির অভিসন্দর্ভ এখনও গুরুত্ব দিয়ে রচনা হচ্ছে। অসুস্থ এই কবি দীর্ঘদিন ধরে পুত্রের কাছে কানাডাতে বসবাস করছেন। প্রিয় কবি, দ্রুত সুস্থ হোন, ফিরে আসুন 'এই গৃহ এই সন্ন্যাসে '। আশা জাগানিয়া বাঁশিতে আমাদের লড়াইয়ে নতুন শক্তি যোগ করুন। 


২. গাজী মাজহারুল আনোয়ার
গান লিখেছেন ২০,০০০ এর উপর! গিনিস বুক হয়তো লজ্জা পাবে!! একাধারে গীতিকবি, সুরকার, চলচ্চিত্র নির্মাতা। 007 জেমস বন্ড কি একসঙ্গে এত কাজ করেছেন?


৩. আতোয়ার রহমান
মঞ্চ সারথী তাঁর উপাধি। মঞ্চের সীমিত আয়তনে, সল্প দর্শক নিয়ে সারাজীবন কাটিয়েছেন। নাগরিক নাট্য সম্প্রদায়কে আজও সজীব রেখেছেন।


৪. ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ 
আর্মি মেডিকেল কোরের অসীম সাহসী যোদ্ধা। চিকিৎসক হয়েও ইনফ্যান্ট্রি ব্রিগেড কমান্ড করেন। যুদ্ধোত্তর বাংলাদেশে বিদ্ধস্ত আর্মি মেডিকেল কোরের পরিচালকের মহান দায়িত্ব প্রজ্ঞা, পেশাদারিত্ব, ত্যাগের অপরুপ মিশেলে আধুনিক রুপ দেন। আর্মি মেডিকেল কোরের সদস্য হিসেবে তাঁর রেখে যাওয়া পথে আমিও গর্বভরে হাঁটি। 


এসব গুণীজন আলো ছড়িয়েছেন। এঁদের মাল্যভূষণ দেরিতে হলেও কিছুটা যদি দায়মুক্তি করে, সেটিই বাঙালির প্রাপ্তি।

 

লেখক: মেজর ডা. খোশরোজ সামাদ
ক্লাসিফাইড স্পেশালিস্ট, ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর